ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক ইউপি সদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক ইউপি সদস্য নিহত হয়েছে।
সকালে মহেশপুর উপজেলা শহরের হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমান ও সমাজসেবা কর্মী আব্দুল কুদ্দুস বাড়ী থেকে মহেশপুরে যাচ্ছিল। পথে শহরের হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। সেসময় ইউপি সদস্য লুৎফর রহমান ঘটনাস্থলে নিহত হয়। মোটরসাইকেলে থাকা অপরজন গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।