ঝিনাইদহে মরণঘাতী লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত অর্ধশত গরু
- আপডেট সময় : ০২:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৮৯২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ব্যাপকভাবে দেখা দিয়েছে গরুর মরণঘাতী সংক্রমক রোগ ‘লাম্পি স্কিন ডিজিজ’। জেলার ছয়টি উপজেলায় এ রোগ ছড়িয়ে পড়েছে। গরু মারা যাওয়ায় আতঙ্কিতখামারি ও কৃষকরা। প্রাণী সম্পদ অফিস বলছে, খামারিদের সচেতন করার পাশাপাশি চলছে ভ্যাকসিনেশন কার্যক্রম।
শৈলকুপা উপজেলার খামারীরা জানান, প্রথমে গরুর গায়ে জ্বর আসে। ধীরে ধীরে দেখা দেয় পক্সের মত চিহ্ন। কিছুদিন পর সেগুলো ফেটে দিয়ে রক্ত বের হয়। খাবার না খাওয়ায় গরু রুগ্ন হতে শুরু করে। স্থানীয়ভাবে চিকিৎসা দিলেও কোন সুফল পাচ্ছে না অনেকে। জেলা বা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকেও পরামর্শ না পাওয়ার অভিযোগ তাদের।
প্রাণী সম্পদ অফিস বলছে, মশা-মাছির কারণে এই রোগ ছড়ায়। আক্রান্ত পশুকে আলাদা স্থানে রেখে চিকিৎসা করাতে হবে।
জেলা প্রাণী সম্পদ অফিস ও স্থানীয় পশু চিকিৎসকদের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ১০ হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে অন্তত অর্ধশত।