ঝিনাইদহে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড
- আপডেট সময় : ০৯:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানাও করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ দেন। ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামে ৮ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী হাফিজুর রহমান। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ওই দিনই তার পিতা বাদি হয়ে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে ওই বছরের ডিসেম্বরে আদালতে চার্জশিট দাখিল করে।
এদিকে, ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। হিমু আড্ডার সামনে থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।