ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই চলছে অবৈধ ইটভাটা
- আপডেট সময় : ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
গ্রামীণ সড়কের সাথেই পাশাপাশি অবৈধ ৪টি ইটভাটা। ফসলি জমিতেই পোড়ানো হচ্ছে গাছ-কাঠ। বনায়ন ধ্বংস হয়ে ক্ষতিগ্রস্ত কৃষিখাত। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে দূষিত হচ্ছে ঝিনাইদহের চাঁদপুর গ্রামের পরিবেশ। পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই চলছে অবৈধ ইটভাটা। এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা।
ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের চাঁদপুর গ্রামের এই মাঠে আবাদ হতো ধান, কলা, পাট, ভুট্টাসহ নানা ধরনের সবজি। সবুজ সেই মাঠটিতে এখন পোড়ানো হচ্ছে ইট। গ্রামীণ সড়কের পাশে গড়ে তোলা হয়েছে ৪ টি ইটভাটা। দিনের পর দিন আবাদি জমিতে ভাটার পরিধি বাড়াচ্ছে মালিকরা। স্থানীয়রা জানায়, ঘনবসিতপূর্ণ এই গ্রামেই আইন ভেঙে কৃষিজমিতে গড়ে উঠেছে এই ভাটাগুলো। কৃষি জমির টপ সয়েল কেটে ইট তৈরি হচ্ছে। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বিভিন্ন গাছের কাঠ। এতে কৃষিজমির পরিমাণ কমছে।
গ্রামের বিদ্যালয়গুলোতে ধুলা-বালি যাওয়ায় নষ্ট হচ্ছে লেখাপড়ার পরিবেশ। অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের।তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা।হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের বসবাস। গ্রামটিতে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে।