ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ দরিদ্র কৃষকদের গবাদী পশুর স্বাস্থ্যসেবা দিতেই এই আয়োজন।
‘তারুন্যের বন্ধন’ নামের একটি যুব সংগঠনের আয়োজনে সকালে সদর উপজেলার শৈলকুপার কুঠি দুর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ভেটেরিনারী কলেজ ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী ওই এলাকার ১০টি গ্রামের দরিদ্র কৃষকের গরু-ছাগলের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও গবাদি পশুর তড়কা, খোড়া, পিপিআর রোগের ভ্যাকসিন ছাড়াও বিনামুল্যে ঔষধ দেয়া হয়। দিনব্যাপী ক্যাম্পে ৫ শতাধিক পশুর চিকিৎসা দেন প্রাণী সম্পদ অধিদপ্তর।