ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা ঝিনাইদহের গ্রাহক
- আপডেট সময় : ০২:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা শত শত গ্রাহক। গত মাসে ঠিকমত বিদ্যুৎ সরবরাহ না পেলেও বিল গুনতে হচ্ছে ৩ থেকে ৪ গুণ বেশি। পল্লী বিদ্যুতের এমন ভূতুড়ে বিলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো।
দ্রুত এ সমস্যা সমাধানের দাবি ভুক্তোভোগী গ্রাহকদের। তবে ক্যামেরার সামনে কথা না বললেও সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস বিদ্যুৎ কর্তৃপক্ষের।
শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের দিনমজুর ইসমাইল হোসেন। গত মাসে তিনি বিদ্যুৎ বিল দিয়েছিলেন ৩’শ ৭৬ টাকা। লাইট, ফ্যানসহ একই বৈদ্যুতিক উপকরণ ব্যবহারের পরও এ মাসে বিল এসেছে ১৫’শ টাকা। মাসের ব্যবধানে এত বেশি বিল দিতে গিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তার। একই ভাবে গ্রামের প্রায় প্রতিটি গ্রাহকের বিল ৩ থেকে ৪ গুন বেশি দিতে হচ্ছে।
বিদ্যুতের মিটার রিডারের ভুলে অতিরিক্ত বিল এসেছে দাবি করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।
গ্রাহক ও বিদ্যুৎ অফিসের দেওয়া তথ্য মতে শৈলকুপা উপজেলার প্রায় ১০ টি গ্রামের অন্তত ৮ থেকে ১ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিল অতিরিক্ত এসেছে