ঝিনাইদহে মণপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫’শ থেকে ৬’শ টাকা
- আপডেট সময় : ০২:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে পাইকারী ও খুচরা বাজারে ১০ দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫’শ থেকে ৬’শ টাকা। নাভিশ্বাস উঠেছে সাধারেণ ক্রেতাদের। ক্ষোভ জানিয়েছেন কৃষক। এতে ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা বিপণন কর্মকর্তা।
জেলার সব থেকে বড় পাইকারি পেয়াঁজের হাট ঝিনাইদহের শৈলকুপা। সপ্তাহে দুদিন চলে পেয়াঁজ বেচা-কেনা। বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও কৃষকরা পেঁয়াজ নিয়ে আসেন এই হাটে।
বর্তমানে পেঁয়াজের মণ ২২’শ থেকে ২৬’শ টাকা। ১০ দিন আগেও এই হাটে পেঁয়াজ বিক্রি হয় ১৭’শ থেকে ২ হাজার টাকা মন দরে। এতে অল্পসংখ্যক চাষী লাভবান হলেও বেশি সুবিধা পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। এতে তারা খুশি হলেও ক্ষুব্ধ কৃষক। ভেজাল বীজের কারণে পেয়াঁজের ফলন কম আর মৌসুমে দাম কম থাকায় ক্ষতিগ্রস্থ অনেক কৃষক।
অস্থিতরা ঠেকাতে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা জেলা বিপণন কর্মকর্তার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্য অনুযায়ি, এ বছর জেলার ৬ উপজেলায় ৯ হাজার ৭৫৪ হেক্টর জমিতে ১ লাখ ৮২ হাজার ৫৫৮ মেট্টিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে।