ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী নাট্য কর্মশালা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালা।
সকালে সদর উপজেলার পোড়াহাটিতে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় অংকুর নাট্য একাডেমীর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫০ জন নাট্যকর্মী অংশ নিচ্ছে। এতে প্রশিক্ষণ দেবেন নাট্য নির্মাতা ও প্রশিক্ষক আব্দুর শহিদ মিঠু ও মুহাম্মদ হান্নান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম। অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ অন্যরা উপস্থিত ছিলেন।