ঝিনাইদহে সরকারি বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিনগুলোর বেশিরভাগই বিকল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিনগুলোর বেশিরভাগই বিকল হয়ে গেছে। কিছু সচল থাকলেও ব্যবহার হচ্ছে না ঠিকমতো।
কোটি টাকা ব্যয়ে কেনা মেশিনগুলোর ঠাঁই হয়েছে আলমারিতে। করোনার দোহাই দিয়ে শিক্ষকরা বলছেন, নতুন করে নির্দেশনা পেলে আবারো চালু করবেন তারা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে ২০১৯ সাল থেকে ডিজিটাল হাজিরার পদ্ধতি চালুর নির্দেশ দেয় সরকার। বছর না ঘুরতেই জেলার প্রায় ৯০ ভাগ ডিভাইজই বিকল হয়ে গেছে। আর বাকিগুলোর নেই কোনো ব্যবহার।
শিক্ষা কর্মকর্তা বলছেন, জিডিটাল হাজিরা আবারো চালু করতে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে, জেলার ৬টি উপজেলার ৯০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন কিনতে ব্যায় হয়েছে প্রায় ২ কোটি টাকা।