ঝিনাইদহে সিরিয়াল কিলারের সন্ধান
- আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ধর্ষণে বাঁধা দেওয়ায় পিটিয়ে ও কুপিয়ে হত্যার তদন্তে বেরিয়ে এলো, বিকৃত যৌনাচার থেকে সিরিয়াল কিলার হয়ে উঠা ইয়াদ আলীর ভয়ংকর তথ্য। এক সপ্তাহের ব্যবধানে একইভাবে আঘাত করে নারীসহ ৩ জনকে হত্যা করে সে। মাদকাসক্ত ইয়াদ আলীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।
সদর উপজেলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় এভাবেই হত্যার বর্ণনা দিচ্ছিল ইয়াদ আলী। বিকৃত যৌনাচারে বাঁধা দেওয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাতে স্কুলের বারান্দায় ঘুমিয়ে থাকা ইলিয়াস পাটোয়ারি কে কি ভাবে টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় তা পুলিশকে দেখাচ্ছিল অভিযুক্ত ইয়াদ আলী। একই ভাবে হত্যা করা হয় লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে থাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে। তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ইয়াদ।
১০ ফেব্রুয়ারী পোড়াহাটি গ্রামে বিবিজান নামের এক নারীকে ধর্ষন চেষ্টায় বাধা দিলে তাকেও হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে।
এ ঘটনায় নিহতের ছেলে আবু জাফর বাদী হয়ে থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। আঘাতের ধরণ একই বুঝে সন্দেহ হলে ওই দুই হত্যার সাথে জড়িত কিনা তা জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এক পর্যায়ে সব কিছু স্বীকার করে ইয়াদ আলী।
এমন হত্যাকান্ডের ঘটনায় আসামীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে স্বজন ও এলাকবাসী।
এ ঘটনায় দুটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ আসামী আরো হত্যার সাথে জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।
আসামী ইয়াদ আলী নড়াইল থেকে ঝিনাইদহে ৪ থেকে ৫ মাস আগে এসেছে বলে ধারণা করছে পুলিশ।