ঝিনাইদহে সেনা সদস্য হত্যা মামলায় ৮ জনের ফাঁসি
- আপডেট সময় : ০৫:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে সেনা সদস্য সাইফুল হত্যা মামলায় ৮ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে, গাইবান্ধায় রোজিনা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন। ২০১৮ সালের ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে বদরগঞ্জ বাজার থেকে ঝিনাইদহ সদরের বংকিরা গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে খুন হন সাইফুল ইসলাম। পরে, নিহতের বাবা হাফিজ উদ্দিন বিশ্বাস বাদি হয়ে ২০১৮ সালের ১৯ আগস্ট ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার দায়ে সবুজ ফকির নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাওনা টাকার জেরে গৃহবধূ রোজিনা বেগমকে হত্যা করা হয়। মামলার একমাত্র আসামি সবুজ ফকির আদালতে আত্মসমর্পণ করে। পরে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সবুজ।