ঝিনাইদহে ২ দিন ব্যাপী মানবাধিকার নাট্য উৎসবের শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ২ দিন ব্যাপী মানবাধিকার নাট্য উৎসব শুরু হয়েছে। ‘গল্প হলেও বলতে শিখি, অন্ধকার থেকে আলোর পথে চব্বিশ বছর’ এ শ্লোগানকে সামনে রেখে এই উৎসব চলছে।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের ২ যুগে পদার্পণে গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়। এর আগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকার নাট্য পরিষদের নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।