ঝিনাইদহে ২ হাজারের বেশি বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার টাকা পাননি সুবিধাভোগীরা
- আপডেট সময় : ০৭:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে সমাজ সেবা অধিদপ্তরের দেয়া ২ হাজারের বেশি বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার টাকা পাননি সুবিধাভোগীরা। থানায় অভিযোগ করেও পাননি প্রতিকার। সমাজসেবা অধিদপ্তর বলছে, একটি চক্র এই ভাতার টাকা তুলে নিয়েছে। আর পুলিশ বলছে, চক্রটি সনাক্ত ও টাকা উদ্ধারে নেয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বিধবা রাহেলা বেগম। মাটির এই খুপড়ি ঘরে বসবাস করেন তিনি । সমাজসেবা অধিদপ্তরের দেয়া মাসে ৫শ’ টাকা বয়স্ক ভাতা আর অন্যদের সাহায্যে চলে তার সংসার ও চিকিৎসা। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর থেকে নগদ একাউন্টে তার ৬ মাসের ভাতা বাবদ ৩ হাজার টাকা দেয়া হয়। কিন্তু তার মোবাইল একাউন্টে আসেনি কোন মেসেজ বা টাকা।
একই গ্রামের মনোয়ারা বেগমও পাননি বয়স্ক ভাতার টাকা। এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরে গেলে কোন সুরাহা পাওয়া যায়নি। রাহেলা, মনোয়ারার মত ঝিনাইদহের ৬ উপজেলার প্রায় ২ হাজারের বেশি মানুষ বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার টাকা পাননি। এই টাকা আত্মসাতে সমাজসেবা অধিদপ্তর আর নগদ’এর কিছু অসাধু কর্মকর্তা জড়িত বলে অভিযোগ উঠেছে। দ্রুত তাদের চিহ্নিত করে টাকা ফেরত পাওয়ার দাবী ভুক্তভোগীদের।
একটি কুচক্রিমহল ভাতার টাকা তুলে নিয়েছে, এ বিষয়ে থানায় অভিযোগসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান এই কর্মকর্তা।
প্রতারক চক্র ভাতার টাকা উঠিয়ে নিয়েছে, চক্রটিকে আটকে কার্যক্রম অব্যহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ঝিনাইদহে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা ৬ মাসে প্রায় ৬ লক্ষ।