ঝিনাইদহের শৈলকুপা থেকে অস্ত্র ও গুলিসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা থেকে অস্ত্র ও গুলিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেব।
রেব জানায়, গাড়াগঞ্জ বাজারে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সে সময় বাস স্টান্ডের পাশের একটি দোকানের সামনে পৌঁছালে রেবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বেল্লাল হোসেন এবং সিজান নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।