ঝিনাইদহের শৈলকুপায় চরমে পৌঁছেছে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানি
- আপডেট সময় : ১১:৫৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় চরমে পৌঁছেছে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানি। বিল পরিশোধের নির্দিষ্ট সময়ের আগেই সংযোগ বিচ্ছিন্ন, ভূতুড়ে বিল তৈরী, এমনকি বাড়িতে সংযোগ না থাকলেও আদায় করা হচ্ছে জরিমানা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মধ্যে। এদিকে, পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যেপ্রণোদিত।
শৈলকুপা উপজেলার বরিয়া গ্রামে গাছ কেটে বিদ্যুৎ লাইন দেয়ার প্রতিবাদে, বিল পরিশোধের সময় থাকা স্বত্ত্বেও, ক্ষমতার দাপট দেখিয়ে লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয় গ্রাহক শফিকুল ইসলামের। আবার, ভান্ডারী পাড়া গ্রামে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও গেলো ৩১ জুলাই সংযোগ বিচ্ছিন্ন করা হয় আব্দুল মতিনের । উল্টো ক্ষতিগ্রস্ত বিল ও জরিমানা হিসেবে ৬৯ হাজার ৯’শ ৪৪টাকা জরিমানার নোটিশ দেয়া হয়। দিনের পর দিন গ্রাহকদের এমনই নানা হয়রানি হওয়ায় অভিযোগ উঠেছে শৈলকুপা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
তবে এই ধরণের হয়রানির ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন স্থানীয় সচেতন নাগরিকেরা।
এদিকে, হয়রানির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত বলে জানালেন শৈলকুপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার।
উপজেলায় পল্লী বিদ্যুতের ৭৩ হাজার গ্রাহকের জোর দাবি, দ্রুত নিশ্চিত করা হোক হয়রানিমুক্ত বিদ্যুৎ সংযোগ।