ঝিনাইদহের শৈলকুপায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক তুষার নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গি রুবেল হোসেন।
গেল রাতে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের দুধসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষারের বাড়ি শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে। তুষার ও তার সঙ্গী ঝিনাইদহ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। দুধসর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া হতে ঝিনাইদহ গামী রূপসা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দু জন আরোহী গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষনা করেন।