ঝিনাইদহের ৫টি ষ্টেশন ও রেলের জায়গা অবৈধভাবে দখল

- আপডেট সময় : ১১:১৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের ৫টি ষ্টেশন ও রেলের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত হয়েছে দোকান ও বাড়িঘর। গড়ে তোলা হয়েছে নানা স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতাই রেলের জায়গা দখলের কারণ। তবে জেলা প্রশাসন বলছে, শিগগিরই দখল হয়ে যাওয়া রেলের জায়গা উদ্ধারে ব্যবস্থা নেয় হবে।
১৯১৪ সালে যশোর হতে ঝিনাইদহ পর্যন্ত ২৮ মাইল ব্রডগেজ রেললাইন নির্মিত হয়। সেসময় চিনি শিল্প গড়ে ওঠায় ৮ মাইল রেললাইন সম্প্রসারণ করা হয় কোটচাদপুরে। ঝিনাইদহে মোট ৫ টি রেলস্টেশন রয়েছে। এসব স্টেশনে অবৈধ স্থাপনাসহ বাড়িঘর তৈরি হয়েছে। গড়ে উঠেছে বাজার, দোকানসহ রয়েছে রাজনৈতিক কার্যালয়ও। যা অপসারণের দাবি স্থানীয়দের।
জায়গা দখল করে দোকানসহ স্থাপনা নির্মানের কথা স্বীকার করলেন দখলদাররা। তবে, রেললাইনের কর্মকর্তারা বিষয়টি নিয়ে তাদের অপারগতা প্রকাশ করেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, রেলকর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিগগিরই দখল হয়ে যাওয়া রেলের জায়গা উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে। রেলের জায়গা দখলে রাখা এসব দখলদারদের উচ্ছেদ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।