ঝড়বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা
- আপডেট সময় : ০৭:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। করোনার বাধা না থাকায় এবার ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস নিয়ে নামাজ আদায় করেন সবাই।
সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতে সমাগম ঘটে প্রায় ৩ লাখ মানুষের।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর ময়দানে ঈদের জামাত হয় সকাল ৯ টায়। দিনাজপুরসহ আশপাশের জেলা থেকে প্রায় ৫ লাখ মুসল্লী জামাতে অংশ নেন।
দক্ষিণাঞ্চলের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে। ষাট গম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লী সমাবেত হয়।
করোনার ভয়াবহতা কাটিয়ে দু’বছর পর উন্মুক্ত ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহে সকাল ৮ টায় প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
দূর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজশাহীতে ঈদগাহগুলোতে নামাজ অনুষ্ঠিত হয়নি। ভোর থেকে কালবৈশাখী ঝড় ও সাথে ভারি বৃষ্টির কারণে প্রধান জামাতে নামাজ পড়তে পারেন নি মুসল্লীরা। শাহ মখদুম দরগা মসজিদে সকাল ৮টা ও সকাল ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এখানে।
বৃষ্টি মাথায় নিয়েই ময়মনসিংহে নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত পড়েন মুসল্লীরা।
যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্য্যে বরিশালে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ জামাতে ঢল নেমেছিলো মুসুল্লীদের। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেছেন মুসুল্লীরা।