টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হয়েছে জোড় ইজতেমা
- আপডেট সময় : ০৫:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বিশ্ব ইজতেমাকে সামনে রেখেই প্রতিবছরের ধারাবাহিকতায় আজ সকাল ১০টা থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হয়েছে জোড় ইজতেমা।
অন্যান্য বছর এ ইজতেমা ৫ দিনব্যাপী হলেও এবার করোনার কারণে তা মাত্র ২৪ ঘণ্টার জন্য অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। সে হিসেবে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ ইজতেমা চলবে শনিবার সকালে ১০টা পর্যন্ত। ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও তাবলিগ জামাতের মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী চার জেলার মোট ৪ হাজার তিন চিল্লার সাথী এতে অংশ নিচ্ছেন। এবারের জোড় ইজতেমায় ঢাকা জেলার ২ হাজার ৫০০, গাজীপুর জেলার ৭০০, টাঙ্গাইল জেলার ৪০০ ও মানিকগঞ্জ জেলার ৪০০ মুসল্লিসহ মোট ৪ হাজার তাবলীগের তিন চিল্লার সাথীরা অংশ নিচ্ছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য ২৪ ঘণ্টার সময় দেয়া হয়েছে।