টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- আপডেট সময় : ০২:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান তালুকদার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফেনীতে ট্রেন ও পিকআপ সংঘর্ষে আবদুল হালিম নামের এক চালক নিহত হয়েছে।
জানা যায়, গতকাল রাতে বালিয়াতলী এলাকা থেকে আসা একটি মটোরসাইকেলের সঙ্গে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় টমটমটি উল্টে সড়কের পাশে দাড়িয়ে থাকা সোবহানের গায়ে পরে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত ঘোষনা করে। এসময় আহত হয়েছে শাকিল ও ইমন হোসেন নামের দুই যুবক। টমটম ও মটোরসাইকেলটিকে জব্দ করা হয়েছ।
………
এদিকে, পুলিশ জানায়, মধ্যরাতে ফেনীর বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করার সময় পিকাআপের সাথে চট্টগ্রামমুখি মহানগর এক্সপ্রেসের ধাক্কা লাগে। এতে পিকআপটি ধুমড়ে মুছড়ে যায়। তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় পিকআপ চালক আবদুল হালিমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।