টাকা চুরির দৃশ্য দেখে ফেলায় ১১ বছরের কিশোরকে পিটিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
টাকা চুরি করার দৃশ্য দেখে ফেলায় সাভারের আশুলিয়ায় ফেরদৌস নামের ১১ বছরের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুই যুবক।
নিহত কিশোরের বাবা রহিজ উদ্দিন জানান,গভীর রাতে তার ছেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এর পূর্ব ডেন্ডাবর এলাকায় আশুলিয়া ক্লাসিক পরিবহনে ঘুমিয়ে ছিলেন। এসময় ফেরদৌস টাকা চুরি করার দৃশ্য দেখে ফেললে হৃদয় ও পারভেজ ফেরদৌসকে এলোপাথারী পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ চিনিকলের পাশের নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের নিকট থেকে অজ্ঞাত এক নব-জাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।