টাকার জন্যই চীনা নাগরিক গাউ জিয়ান হুকে তার বনানীর বাসায় খুন
- আপডেট সময় : ০৯:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
টাকার জন্যই চীনা নাগরিক গাউ জিয়ান হুকে তার বনানীর বাসায় খুন করে দুই সিকিউরিটি গার্ড।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, মঙ্গলবার বনানী থেকে রউফ ও ইনামুলকে গ্রেফতার করেছে ডিবির উত্তর বিভাগ। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং লুট করে নেওয়া টাকার মধ্যে এক লাখ সাড়ে একুশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, বালতি, গর্ত খোঁড়ার কাজে ব্যবহৃত কাঠের টুকরা উদ্ধার করেছে পুলিশ। বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন চীনা নাগরিক গাউ জিয়ান হু। তবে বেশ কিছুদিন ধরেই পরিবারের বাকি সদস্যরা চীনে রয়েছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে গাউ জিয়ানকে হত্যা করে তার টাকা লুটের পরিকল্পনা করে ভবনের সিকিউরিটি গার্ড রউফ ও ইনামুল। পরিকল্পনা অনুযায়ী, ১০ ডিসেম্বর তারা বাসায় ঢুকে গাউ জিয়ানের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার ব্যাগ থেকে ৩ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে লাশ বাড়ির পেছনে মাটিচাপা দেয়।