টাঙ্গাইল ও ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইল ও ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় ভ্যানযাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ভ্যান চালকও মারা যায়।
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের যদুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানান, চালক ঘুম নিয়ে বাস চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।