টাঙ্গাইল, নেত্রকোনা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০৮:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইল, নেত্রকোনা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ ৫ জন নিহত হয়েছে। সকাল সাড়ে ৫ টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন নিহত হয়।
নেত্রকোনার দুর্গাপুরে ইটবাহী ট্রাকে উল্টে চাপা পড়ে মো.মোস্তফা কাজী নামে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার মধ্য রাতে একটি ইটবাহী ট্রাক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশী বাজার নামক স্থূনে ডাইভার্সনে আটকে রাস্তার খাদে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক মোস্তফা নিহত হয়।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে নবাবগঞ্জ উপজেলার চড়ার হাট এলাকার সাদিয়া ফিলিং স্টেশন নামক তেলের পাম্পের সামনে কয়লাবাহী ট্রাক ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে ধান মাড়াই অটো চালক মমিনুল ইসলাম নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন।