টাঙ্গাইলে উঁচু জমিতে লটকন চাষে স্কুলশিক্ষকের সাফল্য
- আপডেট সময় : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলের উচু জমিতে লটকন চাষে সাফল্য পেয়েছেন এক স্কুল শিক্ষক। শখের বসে চাষ শুরু করলেও এখন তা বানিজ্যিক আকার ধারণ করেছে। এই শিক্ষকের সাফল্যে স্থানীয় চাষীরাও ঝুকছেন লটকন চাষে। আর মনোরম পরিবেশের বাগান দেখতে ভীড় করছেন দর্শনার্থীরা।
টাঙ্গাইলের ঘাটাইল এস.ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শামসুল আলম আট বছর আগে রসুলপুর এলাকায় শখের বসে শুরু করেন লটকট চাষ। সাত একর জমিতে লাগানো লটকনের আড়াই হাজার গাছ এ বছর ফল দিতে শুরু করেছে।
অন্য ফসলের মত বাড়তি ঝামেলা না থাকায় বানিজ্যিকভাবে লটকন চাষে ঝুকছেন স্থানীয় চাষীরা। স্থানীয় বাজারে চাহিদা থাকায় প্রতি কেজি ৬০ থেকে ৭০টাকা দরে বিক্রি হচ্ছে। লটকট গাছের সুন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন শত দর্শনার্থী ভীড় করছে বাগনটিতে।
নতুন চাষীদের চাহিদা বেশি হওয়ায় বাগান থেকেই কলম করে চারা বিক্রি করছেন এই উদ্যোক্তা।
কৃষি বিভাগ বলছে, পাহাড়ি অঞ্চলের মাটি লটকন চাষের জন্য উপযোগী। আগামীতে লটকন চাষে আগ্রহীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
টাঙ্গাইল জেলার ২০ হেক্টর জমিতে এ বছর লটকন চাষ হয়েছে।