টাঙ্গাইলে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে উল্টে পড়ায় ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ধনবাড়িতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসত ঘরে উল্টে পড়ায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবা আহত হয়েছে।
ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান জামালপুরে যাচ্ছিলো। পথিমধ্যে কাভার্ড ভ্যানটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বসত ঘরে উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলে মা ও মেয়ে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ড্রাইভার পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ।