টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত
- আপডেট সময় : ০৯:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে একজন। অন্যদিকে, দিনাজপুর, মাদারীপুর ও সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।
টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপের ধাকায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। ঘাটাইল থানার ওসি আব্দুস ছালাম জানান, মোটরসাইকেলে তিন আরোহী ছিলেন। কদমতলী এলাকায় পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে একজন মারা যান। কালিহাতী হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরেকজনের। আহত হন একজন।
সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় ট্রাক শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে পাথর খালাস শেষে ট্রাকে উঠতে গিয়ে নিচে পড়ে যান চালকের সহকারী শাহীন। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি জানান, ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকে মধ্যরাতে পেছন থেকে ধাক্কা দেয় খুলনাগামি পণ্যবাহী ট্রাক। এতে ডাম্পারটি দুমড়ে মুচড়ে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন।পরে হাসপাতালে নিলে সেখানেই মারা যান একজন।
দিনাজপুরে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পুলিশ জানান, ব্যাটারিচালিত ইজিবাইকে তিনজন যাত্রী নিয়ে ফুলবাড়ি উপজেলার বড়াইহাটে পৌছালে দিনাজপুরগামী ট্রাকের সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও এক নারী নিহত হয়।
মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহমদ বেপারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে পাঁচ্চর এলাকার নাইম ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।