টাঙ্গাইলে খুনের মামলায় দুই সহোদরসহ চারজনের যাবজ্জীবন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুনের মামলায় দুই সহোদরসহ চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ী রাম জীবন পুরে জমির দখল নিতে দন্ডপ্রাপ্তরা জমিতে ঢুকে ও হাল চাষ করতে থাকে।
এসময় আব্দুর রহিম কারণ জানতে চাইলে দন্ডপ্রাপ্তরা আব্দুর রহিমকে পিটিয়ে আহত করে। পরে তার ছেলে ও এলাকাবাসী উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়।
পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহিম। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সুলতান বাদী হয়ে ধনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।