টাঙ্গাইলে পানি বাড়তে না বাড়তেই যমুনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে

- আপডেট সময় : ০৬:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে পানি বাড়তে না বাড়তেই যমুনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে নদীতে। সহায়-সম্বল হারিয়ে পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে অনেকে। চরম অনিশ্চয়তায় খোলা আকাশের নীচে দিন কাটছে তাদের। অব্যাহত ভাঙনে হুমকির মধ্যে পড়েছে মসজিদ, ঈদগাঁ ও ইউনিয়ন পরিষদ ভবনসহ বিস্তীর্ণ ফসলী জমি।
নদীর পানি বেড়ে যাওয়ায় আকস্মিক ভাঙনে যমুনায় এভাবেই বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, রাস্তাঘাট আর ফসলী জমি। প্রতিবছর বর্ষা মৌসুমে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। এ বছর অসময়ে ভাঙনে দিশেহারা জেলার কালিহাতী, গোপালপুর, টাঙ্গাইল সদর, নাগরপুর, ভূঁঞাপুর উপজেলার যমুনা তীরের বাসিন্দারা। ইতোমধ্যে নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের পাইশা মাইঝাইল, ঘূনিপাড়া, চর সলিমাবাদ, ভূঁতের মোড় এবং ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, টাঙ্গাইল সদরের অসংখ্য এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে অস্থায়ী বাধঁ নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।
তবে স্থানীয়দের দাবি, নদী ভাঙনরোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের।