টাঙ্গাইলে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে লেবু চাষীরা
- আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দফায় দফায় বন্যা হওয়ায়, টাঙ্গাইলে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে লেবু চাষীরা। বিশেষ করে জেলার দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় ক্ষতির পরিমান বেশি। অনেকের লেবু বাগান পুরোটাই নষ্ট হয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কমপক্ষে দু’বছর সময় লাগবে বলে জানায়, তারা।
টাঙ্গাইলের দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর, সখীপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলায় লেবু চাষ হয়ে থাকে। দেলদুয়ারের লেবু দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হয়। এবার জেলায় মোট ২১৫৭ হেক্টর জমিতে লেবু চাষ করা হয়েছে। ৪৩ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও, দফায় দফায় বন্যা হওয়ায় তা আর সম্ভব হবেনা।
তৃতীয় দফা বন্যায় শুধু দেলদুয়ারে ৩১ হেক্টর লেবু বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে লাউহাটী ও ফাজিলহাটী ইউনিয়নে ক্ষতির পরিমাণ বেশি। দীর্ঘস্থায়ী বন্যায় সর্বস্বান্ত হওয়ার শংকা জানায়, লেবু চাষীরা।
সংকট কাটিয়ে উঠতে কমপক্ষে দু’বছর সময় লাগবে বলে মনে করছে, তারা। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ। টাঙ্গাইলে লেবু চাষের সাথে পত্যক্ষ ও পরোক্ষভাবে দশ হাজারের বেশি পরিবার জড়িত। এ সংকট উত্তরনে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করে তারা।