টাঙ্গাইলে লক্ষ্যমাত্রা অনুযায়ী কলা আবাদ হলেও বিক্রিতে বিপাকে চাষীরা
- আপডেট সময় : ০৮:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে লক্ষ্যমাত্রা অনুযায়ী কলা আবাদ হলেও বিক্রি করতে বিপাকে পড়ছে চাষীরা। করোনায় বাজারে ক্রেতা না থাকায় বাগানেই পচে যাচ্ছে কলা। এতে পথে বসার উপক্রম হয়েছে কলা চাষীরা। এদিকে, কলা এখনই কাটতে চাষীদের নিষেধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
টাঙ্গাইলে এ বছর লক্ষ্যমাত্রা অনুযায়ি ৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে ৬৬ হাজার টন কলা আবাদ হচ্ছে। মধুপুর, ঘাটাইল ও সখীপুর উপজেলার পাহাড়ী অঞ্চলে সাগর কলা, সবরি কলা ও দেশি কলা আবাদ হয়ে থাকে। এবছর করোনা আতঙ্কে মানুষ বাজার মুখী না হওয়ায় চাহিদা নেই কলার। অনেক বাগানের কলা ছড়িতেই ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। বিক্রির আশায় গাছ থেকে কাটা কলা পচে যাচ্ছে। বিক্রি না থাকায় সর্বস্বান্ত হতে চলেছে কলা চাষীরা। ধার দেনা করে কলা আবাদের টাকা পরিশোধের চিন্তায় চোখে মুখে ঘুম নেই চাষীদের।
কলা বাগানে কাজ করে খেটে খাওয়া দরিদ্র মানুষরা আরও বিপাকে। কলা ঠিকমত বিক্রি না হলে পারিশ্রমিক না পাওয়ার আশঙ্কা করছে তারা।
এদিকে, কলা আবাদে ক্ষতিগ্রস্তদের হতাশা দেখে নতুন উদ্যোক্তারা হারাচ্ছে আগ্রহ।
কলা বেশিদিন মজুদ করে রাখা যায় না। তাই গাছ থেকে ছড়ি না কেটে কিছুদিন অপেক্ষার পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। এছাড়া কৃষি প্রণোদনার আশ্বাসও দিলেন তিনি।