টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টভর্তি একটি ট্রাক কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনস্থলেই ট্রাকের ওপরে থাকা ৬ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় ১০ জন ।তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তারা সিমেন্টবাহী ট্রাকে করে রংপুর যাচ্ছিল।সবাই দিন মজুর ও শ্রমিক বলে জানিয়েছে এলাকাবাসি। এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।