টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহে সারাদেশে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

- আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহে সারাদেশে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার চাদর সরিয়ে মাঝে-মধ্যে সূর্য্য উঁকি দিলেও তেমন কোনো উন্নতি নেই তাপমাত্রায়। এরই মধ্যে অনেক জেলায় আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় বেড়েছে ভোগান্তি। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে।
পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীত, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে প্রায় জনশূন্য হয়ে পড়েছে উত্তরের হাট-বাজারগুলো।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে তিস্তা পাড়ে গাইবান্ধার জনজীবন। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি শীতে কাহিল হয়ে পড়েছে ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষ।
কুড়িগ্রামে শীতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। কনকনে ঠাণ্ডায় সময়মতো কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। অন্যদিকে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাস কষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
সাতক্ষীরায় টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত ও কুয়াশায় ইরি ধানের বীজতলা বেড়ে উঠতে পারছে না। হলুদ ও লাল হয়ে শুকিয়ে যাচ্ছে।
নড়াইলে কনকনে শীতে ভোরে ও রাতে তাপমাত্রা কমে যাওয়ায় একটু উষ্ণতা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। হাতপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
ঝিনাইদহে আবারো বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। গত ক’দিনে তাপমাত্রা একটু বাড়লেও কুয়াশার কারণে শীত বেশি অনুভুত হচ্ছে। শীতে কাহিল হয়ে পড়েছে গৃহপালিত পশু-পাখিও।
নেত্রকোনায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ঘন কুয়াশায় বেড়েছে শৈত্যপ্রবাহের দাপট।
সিরাজগঞ্জে শৈত্যপ্রবাহের মাঝে সকাল থেকে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। এতে, ক্ষেতের বিভিন্ন সবজি নষ্ট হওয়ার পাশাপাশি অন্যন্য ফসল উৎপাদনও ব্যাহত হচ্ছে।
টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহে টাঙ্গাইলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
তীব্র শীত আর ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে ময়মনসিংহের মানুষ। সারাদিনেও সূর্যের দেখা মিলছে না। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে কুয়াশা আর শীতের প্রকোপ।