টানা ছুটিতে থমকে গেছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক
- আপডেট সময় : ০২:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে টানা ছুটিতে থমকে গেছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যান চলাচল। পাশাপাশি ফেনীর কোথাও নেই জনসমাগম। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঔষধের দোকান ছাড়া বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানালেও নিম্ন আয়ের মানুষরা পড়েছেন চরম বিপাকে। তবে জেলা প্রশাসন বলছেন, পরিস্থিতি মোকাবিলায় নগদ অর্থসহ বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রি।
প্রতিদিন হাজারো বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনে সরব থাকা দেশের সবচেয়ে ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন নিরব নিস্তব্ধ। শুধুমাত্র জরুরী পণ্য পরিবহণ ছাড়া নেই কোনো যানবাহন। করোনার সংক্রমন ঠেকাতে, টানা ছুটি ঘোষনার পর থেকেই এমন অবস্থা বিরাজ করছে।
একই অবস্থা ফেনী জেলা শহরে। নেই কোনো কলাহল ও কর্মচাঞ্চল্য। সরকারি ঘোষণার পর বন্ধ অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। বেশিরভাগ মানুষ ঘরের মধ্যে বন্দি থেকে সামিল করোনা প্রতিরোধের লড়াইয়ে।
তবে খেটে খাওয়া নিম্নআয়ের হতদরিদ্ররা করোনার ঝুঁকি মাথায় নিয়েও ক্ষুধা নিবারনে চালিয়ে যাচ্ছেন কর্মজীবন।
সড়ক, মহাসড়কে গণপরিবহণ দেখা না গেলেও, সাধারণ মানুষের সচেতনতায় প্রচারণা সহ সব ধরনের সহযোগীতায় মাঠে কাজ করছে প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা। আর জেলা শহরে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন নগদ টাকাসহ ত্রাণ বিরতণ করছে বলে জানান জেলা প্রশাসক।
সরকারি ত্রাণের পাশাপাশি রাজনৈতিক ও সচেতনমহলের পক্ষ থেকেও অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে অনেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান।