টানা দ্বিতীয়বারের মত ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি
- আপডেট সময় : ০২:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৯৫২ বার পড়া হয়েছে
টানা দ্বিতীয়বারের মত ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে পেছনে ফেলে তৃতীয়বারের মত ফিফা দ্যা বেস্ট এওয়ার্ড জিতলেন মেসি। সোমবার রাতে লন্ডনে ফিফা দ্য বেস্ট-২০২৩ বর্ষ সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হয়।একইদিনে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষক এবং কোচের নাম।
আরও একবার ফুটবলে নিজের অমরত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফিফা দ্যা বেস্ট- জয়ের দৌড়ে ট্রেবলজয়ী আর্লিং হালান্ডকে হারিয়ে অষ্টম বারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসি। তবে পুরস্কার গ্রহণ করতে উপস্থিত ছিলেন না এলএম টেন। তার হয়ে পুরস্কার গ্রহণ নেন ফ্রেঞ্চ কিংবদন্তি এবং মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি।
ফিফা দ্য বেস্টের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোটিং হয়। পুরস্কারের দাবিদার প্রশ্নে ফেবারিট ছিলেন আর্লিং হালান্ড। তবে মেসি ও হালান্ড দুজনই পেয়েছেন ৪৮ পয়েন্ট।
ফলে বিজয়ী নির্ধারণ হয় জাতীয় দলের অধিনায়কদের ভোটে। আর এতেই প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় মেসির হাতে উঠেছে বর্ষসেরার পুরস্কার। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন কিলিয়ান এমবাপ্পে।
অথচ, অধিনায়ক হিসেবে সেরার ভোট দিতে গিয়ে নিজেকেই ভোট দেননি মেসি। বরং প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ডকেই দিয়েছেন ভোট। মেসির সেরা তিন ছিলেন আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে এবং জুলিয়ান আলভারেজ।
এদিকে ফিফা দ্য বেস্ট এ বর্ষসেরা নারী ফুটবলারের ক্যাটাগরিতে সেরা হয়েছেন বার্সেলোনা ও স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি।
সেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানসিটির ট্রেবলজয়ী স্প্যানিশ কোভ পেপ গার্দিওলা। আর সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডারসনের হাতে উঠেছে ‘দ্য বেস্ট’ গোলকিপারের পুরস্কার।