টানা ১১ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে ফেরী চলাচল স্বাভাবিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
টানা ১১ ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে- শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুট।
বিআইডব্লিউটিসি ও ট্রাফিক পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রচন্ড স্রোতে জানমালের নিরাপত্তার স্বার্থে এ নৌ-রুটে ফেরী চলাচল বন্ধ করে দেয় কতৃপক্ষ। সকাল থেকে আবারও এ নৌ-রুটে ফেরী চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌ-রুটে মোট তিনটি ফেরী চলাচল করছে। তবে ফেরী স্বল্পতায় ঘাট এলাকায় যানবাহনের রয়েছে দীর্ঘ সারি। ফলে ভোগান্তিতে পড়ে এ নৌ-রুটে চলাচলকারীরা। এদিকে সকালে বৃষ্টির কারণে বন্ধ থাকে এ নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল। বৃষ্টি কমে গেলে আবারো চালু করা হয় এ নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোটগুলো।