টানা ১৪ বছর ক্ষমতায় থাকায় দৃশ্যমান দেশের উন্নয়ন কর্মকান্ড : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
সমাজের কোনো মানুষই অবহেলিত থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সকল স্তরের মানুষের জীবনমান উন্নত করার লক্ষেই কাজ করছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। একটানা ১৪ বছর ক্ষমতায় থাকার ফলে এখন দেশের উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ে, আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র দেওয়ার লক্ষ্যে ত্রাণ ভাণ্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনুদান গ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাজের কোন মানুষ যেন মানবেতর জীবনযাপন না করে, সে লক্ষেই কাজ করছে সরকার।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের টানা মেয়াদে ক্ষমতায় থাকার সুফলও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
পরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে ত্রাণভাণ্ডারের কম্বলসহ শীতবস্ত্র ও চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন ইউরোপীয় ইউনিয়নের কমিশন ফর হোম অ্যাফেয়ার্স ইভা জোহানসনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে গোটা বিশ্বকেই এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করেন শেখ হাসিনা।
ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ৪৫ লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিচ্ছে উল্লেখ করে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান ইভা জোহানসন।