টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন পটুয়াখালীর লক্ষাধিক জেলে
- আপডেট সময় : ১১:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এবছরও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনের সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে।আর টানা ৬৫ দিনের এ নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছে পটুয়াখালীর লক্ষাধিক জেলে।
আয়ের উৎস না থাকায় বেকার সময় গুলোতে জেলে পরিবারের দিন কাটছে অনাহারে-অর্ধহারে।সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৮৬ হাজার। তবে এর বাইরেও প্রায় অর্ধলাখ জেলে মাছ শিকারের ওপর নির্ভরশীল।অবসর সময়ে জাল নৌকা মেরামতে বেশি সময় পার করছেন জেলেরা। বেকার থাকায় সংসার পরিচালনায় আবারও মহাজনদের দাদনের ফাঁদে পড়েছেন। এছাড়াও বেসরকারি এনজিও বা আর্থিক প্রতিষ্ঠান থেকে মাত্রাতিরিক্ত সুদের ঝালে জড়িয়ে যাচ্ছেন অনেক জেলে পরিবার।এদিকে নিবন্ধিত জেলেরা সরকারী সহায়তার চাল পেলেও, নিবন্ধন তালিকায় নাম না থাকায় বঞ্চিত হচ্ছেন প্রায় অর্ধলাখ জেলে।তবে মৎস্য বিভাগের দাবি, তালিকাভুক্ত সকল জেলেকে খাদ্য সহায়তার চাল দেয়া হয়েছে। আর যারা নিবন্ধনের বাইরে রয়েছে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।জেলেদের দাবী সকল পেশাগত জেলে নিবন্ধনের আওতায় এনে নিষেধাজ্ঞাকালীন সময়ে চালের সঙ্গে ডাল, আলু, তেলসহ নগদ অর্থ সহায়তার।