টি-টুয়েন্টি বিশ্বকাপে ১০৪ রানে হেরেছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে হেরেছে বাংলাদেশ
এর আগে সিডনিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে রাইলো রুসো ও কুইন্টন-ডি-ককের ১৬৩ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রন নেয় প্রোটিয়ারা।
ডি-কক ৬৩ করে ফিরে গেলেও টি-টুয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন রুসো। ৫৬ বলে ১০৯ রানের ঝড়ো এক ইনিংস খেলেন এই প্রোটিয়া ব্যাটার। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার সৌম্য সরকার ও নাজমুল শান্ত। তবে ৬ বলে ১৫ রান করে সৌম্য ফিরে গেলে ভাঙ্গন ধরে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে।
৯ রানে ফেরেন শান্ত আর অধিনায়ক সাকিব ফেরেন ১ রান করে। ১০১ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।