টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়াচ্ছে শনিবার
- আপডেট সময় : ০৮:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়াচ্ছে শনিবার। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিডনিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। দিনের অন্য ম্যাচে বিকাল ৫টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।
গেল বিশ্বকাপের দুই ফাইনালিস্ট- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয় নিউজিল্যান্ডের। ২০০৯ সালের আগস্ট থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি নিউজিল্যান্ড। দেশটিতে তিনটি টি-টুয়েন্টি খেলে সবগুলোই হেরেছে কিউইরা। তবে অতীত নিয়ে না ভেবে এই আসরে ভালো শুরু চান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে আশাবাদি অস্ট্রেলিয়া। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নিজেদের শেষ তিন ম্যাচেই জয়হীন অজিরা। তবে এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া।
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে সুপার টুয়েলভে জায়গা হলো না ক্যারিবীয়দের। এদিকে দিনের অপর ম্যাচে স্কটল্যাণ্ডকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে।
ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই কাইল মেয়ার্সের উইকেট হারিয়ে হোচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ১ রানে ফিরে যায় এই ক্যারিবীয় ব্যাটার। এরপর জনসন চার্লসও ফিরে যান ২৪ রান করে। তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ব্রান্ডন কিং। ৪৮ বলে ৬২ রান করেন এই ক্যারিবীয় ব্যাটার। আর শেষদিকে ওডেন স্মিথের ১২ বলে ১৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে পল স্টারলিং, অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ও লরকান টাকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেটের সহজ জয় পায় আয়ারল্যান্ড। ৪৮ বলে ৬৬ রান করেন স্টারলিং, বালবির্নি করেন ২৩ বলে ৩৭। আর টাকারের ব্যাট থেকে আসে ৪৫ রান। এ জয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে আইরিশরা।