টি-টুয়েন্টিতে পালা বদলের হাওয়া
- আপডেট সময় : ০৯:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সিরিজ জয়ের আশা করলেও জিম্বাবুয়ে সফর চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। সিনিয়রদের গুরু দায়িত্ব নিজেদের কাধে নিতে প্রস্তুত তরুণ ক্রিকেটাররা। মঙ্গলবার রাতে দ্বিতীয় বহরে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দলের ১৩ ক্রিকেটার। সঙ্গে ছিলেন টিম ডিরেক্টার খালদে মাহমুদ সুজন। নূর উদ্দিন খানের প্রতিবেদন।
টি-টুয়েন্টিতে পালা বদলের হাওয়া। নতুন প্রজন্মের বাংলাদেশ দলের প্রথম সফর। যেখান নেই সিনিয়র-জুনিয়রদের পার্থক্য, সবাই সমান। নতুন অভিজ্ঞতার সাক্ষী হবার অপেক্ষায় সোহান, তাসকিন, শরিফুলরা।
পঞ্চ পাণ্ডবের দুই পাণ্ডব মাশরাফি, তামিম টি-টুয়েন্টি ছেড়েছেন। ছুটিতে সাকিব, স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ, মুশফিক। তাই দায়িত্বটা শুধু তরুণ ক্রিকেটারদের। পালা বদলের শুরু জিম্বাবুয়ে সিরিজ দিয়ে।
প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই তরুণ দল নিয়েও সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে, কাজটা যে সহজ হবে না মনে করিয়ে দিলেন তাসকিন।
তবে, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী তাসকিন। মোস্তাফিজ, শরিফুলের সঙ্গে আফ্রিকার দেশটিতে নিজেকে মেলে ধরতে চান ঢাকা এক্সপ্রেস।
এদিন জিম্বাবুয়ে গেছেন ১৩ ক্রিকেটার, সঙ্গী ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। প্রথম বহরে আগেই জিম্বাবুয়ে পৌঁছেছেন শান্ত, মুনিম শাহরিয়ার ও হাসান মাহমুদ। শুক্রবার রাতে ঢাকা ছাড়বেন ওয়ানডে দলের সদস্যরা।