টি-টুয়েন্টিতে প্রথমবার ইংল্যান্ডকে হারালো টাইগাররা
- আপডেট সময় : ০৮:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইতিহাসের পাতায় বাংলাদেশ। টি-টুয়েন্টিতে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারালো টাইগাররা। চট্টগ্রামে বিশ্বচ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেলো সাকিবের দল। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে শান্ত’র ৫১ রানে ১২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। ৩৪ রানে অপরাজিত ছিলেন সাকিব। অভিষিক্ত তাওহিদ হৃদয় করেন ২৪, আর রনি তালুকদারের উইলো থেকে ২১ রান। টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পরিবর্তনে আসার পালে হাওয়া। অর্জনের পালকে যুক্ত হলো আরও এক সাফল্য। প্রথমবারের মতো টি-টুয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। শুধু তাই নয় ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজেও এগিয়ে গেলো টাইগাররা।
কে বলবে পাওয়ার হিটিংয়ে দুর্বল টাইগাররা।? ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দেখে অন্তত এই অভিযোগ করার সুযোগ নেই? লিটনের সঙ্গে আট বছর পর দলে ফিরেও বিধ্বংসী রনি তালুকদার।
শুধু কি রনি তালকুদার?। অভিষিক্ত তাওহিদ হৃদয়ও ব্যাট করেছেন ১৪১ স্ট্রাইকরেটে। নাজমুল শান্ত আরও ভয়ঙ্কর। ৫১ রানের আগুন ঝড়া ইনিংসে।
তবে শঙ্কার কালো মেঘ জমেছিলো তাওহিদ হৃদয় আর নাজমুল শান্ত’র দ্রুত বিদায়ে। যদিও সে পালে হাওয়া দেননি সাকিব আল হাসান ও আফিফ হোসেন। এই দুইয়ের ৪৬ রানের জুটিতে নাকানি-চুবানি খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বোলিংয়ে টাইগার বোলারদের রাজত্ব। যদিও সাকিবের ক্যাচ মিসে স্বাগতিক শিবিরে ভীতি ছড়ান জস বাটলার।
দশম ওভারের শেষ ওভারে ভাঙ্গে ইংল্যান্ডের শুরুর জুটি। স্কোরবোর্ডে রান তখন ১ উইকেটে ৮০।
ডেভিড মালান বেন ডাকেট বিদায় স্বস্তি দিলেও তখনও টাইগারদের গলার কাটা ইংল্যান্ড অধিনায়ক। যদিও বাটলারের ৬৭ রানও পারেনি ইংলিশদের সংগ্রহের উপলক্ষ্য হতে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অতিথিদের কম রানেই থামিয়েছে বাংলাদেশ।
লক্ষ্যটা নাগালে রাখায় দারুণ অবদান হাসান মাহমুদের। ৪ ওভারে ২৬ রান দিয়ে তরুণ এই পেসার নেন ২ উইকেট। দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও নাসুম আহমেদও করেন নিয়ন্ত্রিত বোলিং।