টি-টোয়েন্টিতে ব্যর্থতার বৃত্তে বন্দী বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টিতে ব্যর্থতার বৃত্তে বন্দী বাংলাদেশ। পাকিস্তানের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে টাইগাররা। ৮ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো পাকিস্তান। মিরপুরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১০৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ফখর জামানের অপরাজিত ৫৭ রানে ১১ বল আগে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।
যা অনুমান তাই বাস্তব। আরও এক ম্যাচে অসহায় আত্মসমর্পণ টাইগারদের। সিরিজ খুইয়ে যার খেসারত দিতে হলো বাংলাদেশকে। দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাকিস্তানের জয় ৮ উইকেটে। টানা হারে বাংলাদেশের অবস্থা এখন জয় যেন সোহান হরিণ। হারই নিয়মিত সঙ্গী।
ম্যাচের শুরুতেই দু’দলের পার্থক্য সুস্পষ্ট বাংলাদেশের কল্যাণে। মাহমুদউল্লাহর টস ভাগ্যকে এদিনও কাজে লাগাতে পারেননি স্বাগতিক ওপেনিং জুটি। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ নবাগত সাইফ হাসান। সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া শাহীন আফ্রিদীর পেসে কাটা পড়েন সাইফ। পরের ওভারেই মোহাম্মদ ওয়াসিমের শিকার অধারাবাহিকতার প্রতীক নাঈম শেখ।
ছন্দ ধরে রাখতে পারেননি আফিফ। সেট হয়েও নিজের উইকেট হেলায় নাকি অবজ্ঞায় হারালেন তা তিনিই জানেন।
চাপ সামাল দিতে পারেননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। আর ব্যক্তিগত ৪০ রানে ফিরে অল্প তুষ্টিতে ভুগলেন নাজমুল শান্ত। দলের স্কোর তখন ৫ উইকেটে ৮২।
আর চমক দেখাতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ঐ লো স্কোরিংয়েই থেমেছে বাংলাদেশের ইনিংস। প্রথম ম্যাচের চেয়ে ১৯ রান কম। সংগ্রহ ৭ উইকেটে ১০৮।
ছোট লক্ষ্যতে স্বাগতিকদের উৎসবের উপলক্ষ এনে দেন দ্যা ফিজ। দলীয় ১২ রানে বাবর আজমকে ফিরিয়ে।
প্রাপ্তি কেবল এতটুকুই। এরপর শুধুই হারের ক্ষণ গুণেছে বাংলাদেশ। ৩৯ রানে রিজওয়ানের লাগাম টানা গেছে ঠিকই, তবে বড় হারের ব্যবধান কমাতে পারেনি স্বাগতিক শিবির। পাকিস্তানের আর পা হড়কাতে দেননি ৫৭ রানে অপরাজিত থাকা ফখর জামান।