টিউশনি থেকে বাদ দেয়ায় রাগে-ক্ষোভে স্কুলছাত্রীকে ধর্ষণের পর খুন
- আপডেট সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
টিউশনি থেকে বাদ দেয়ায় রাগে-ক্ষোভে স্কুলছাত্রীকে ধর্ষণের পর খুন করেন গৃহশিক্ষক আবদুর রহিম রনি। হত্যাকাণ্ডের ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহীদুল ইসলাম আরো জানান, রনি বিবাহিত এবং একটি কোচিং সেন্টারের মালিক। তিনি এক বছর ধরে ওই ছাত্রীকে পড়াতেন। তিন মাস আগে তাকে টিউশনি থেকে বাদ দেয়া হয়। তবে পূর্ব-পরিচিত হওয়ায় মাঝে-মধ্যে ওই ছাত্রীর বাসায় রনি আসা-যাওয়া করতো। ধর্ষণ ও হত্যাকে ভিন্ন খাতে নিতে পুরো ঘর উলট-পালট করে রাখে রনি। গ্রেপ্তার আবদুর রহিম রনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও ২জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, কুষ্টিয়া সদরের বিত্তিপাড়ায় গলায় ফাঁস ও হাত-পা বাধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে কৃষকরা ধান ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহের গলা আর হাতে একই ধরনের রশি দিয়ে বাঁধা ছিলো। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি আননুন জায়েদ জানান, তাকে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তবে কি-কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই আজিজ মন্ডলকে থানায় নেয়া হয়েছে।
ঝিনাইদহ শহরের পৌরসভা এলাকা থেকে গলায় গামছা পেচানো অবস্থায় ফসিয়ার রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে নিজ ঘরে বিছানার উপর গলায় গামছা পেচানো অবস্থায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়া হয়। সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।