টিকা কার্যকর হলে এটি যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক হবে না :অ্যান্টনি ফাউসি
- আপডেট সময় : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, টিকা কার্যকর হলে এটি যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক হবে না।
হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের এ সদস্য বলেন, ‘টিকা নেওয়ার জন্য আপনি কাউকে বাধ্য করতে বা কাউকে জোর করার চেষ্টা করতে পারেন না। আমরা আগে কখনো তা করিনি।’ বুধবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ভিডিও আলোচনা অনুষ্ঠানে ফাউসি বলেন, ‘ভবিষ্যৎ কোভিড-১৯ টিকা সাধারণ মানুষের জন্য বাধ্যতামূলক করার কথা সরকার ভাববে না। তবে স্থানীয় প্রশাসন চাইলে শিশুদের মতো কিছু গ্রুপের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক করতে পারে।’ ফাউসি টিকা বাধ্যতামূলক করা নিয়ে বলেন, স্বাস্থ্যকর্মীসহ নির্দিষ্ট কিছু গ্রুপের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা যেতে পারে কিন্তু সাধারণ মানুষের জন্য তা করা যায় না। যুক্তরাষ্ট্রের বিকেন্দ্রীকরণ সরকারি ব্যবস্থা ও টিকাবিরোধী গ্রুপগুলোর আবেগ কয়েক দশক ধরে বেড়েছে। তারা টিকা বাধ্যতামূলক করার মতো কর্মসূচি মানতে নারাজ।