টিকার ডাবল ডোজ নিলেও বিদেশ যেতে লাগবে নেগেটিভ সনদ
- আপডেট সময় : ০৮:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা টিকার ডাবল ডোজ নেয়ার পরও বিদেশ যেতে হলে কোভিড নেগেটিভ সনদ লাগবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের দ্রুত টিকা দেয়া হবে। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে সচিবালয়ে এক সভাশেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
দেশে এখন চলছে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান। আগামী ৭ এপ্রিল থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে । ভ্যাকসিন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী প্রথম ডোজ দেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিলে ভালো হবে বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার ডাবল ডোজ নেয়া থাকলেও বিদেশ যেতে কোভিড নেগেটিভ সনদ নিতে হবে। এ ব্যাপারে কোন ছাড় নেই।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্বান্তে শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে, তবে বয়সের বার থাকছে তাতে।