টিকার নিয়ে তীব্র সমালোচনাকারী বিএনপি নেতারাই এখন সেই টিকা নিয়েই স্বস্তিতে রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
টিকার নিয়ে তীব্র সমালোচনাকারী বিএনপি নেতারাই এখন সেই টিকা নিয়েই স্বস্তিতে রয়েছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে রাজধানীর কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। করোনা মহামারিতে জনগণের পাশে না থেকে সরকারের বিএনপি এখন সরকারের সমালোচনায় ব্যস্ত রয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন,তাদের বেশিরভাগ নেতারাই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতে বিএনপিতে যোগ দিয়েছিলেন।