টিকার সংকট থাকবে না সবাই টিকা নিতে পারবেন : পরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বিভিন্ন দেশ থেকে টিকা আসেছ জানিয়ে পরাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, টিকার সংকট থাকবে না, সবাই টিকা নিতে পারবেন। শনিবার জাপান সরকারের পাঠানো টিকা গ্রহণের সময় এসব কথা জানান পরাষ্ট্রমন্ত্রী। জাপানের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ করোনার টিকা জাপান দূতাবাসের কর্মকর্তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বন্ধু রাষ্ট্র জাপান থেকে করোনার ত্রিশ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়ার কথা। তার মধ্যে শনিবার ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা পাঠায় দেশটি। বিকেল ৩টায় প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন টিকাগুলো গ্রহণ করেন। মন্ত্রী জানান, আগামী শুক্রবার আরও ৫ লাখসহ ৩০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান সরকার।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ মোবাইল ভেন্টেলেটর রাতে ঢাকায় আশার কথা রয়েছে।
এভাবে ব্যক্তিগত এবং বন্ধু রাষ্ট্রের সহযোগীতা অব্যাহত থাকলে করোনা মোকাবেলায় বাংলাদেশ দ্রুত জয়ী হবে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা।