টিসিবির চিনি কিনতে কেজিতে ১০ টাকা বেশি গুণতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
খোলাবাজারে দাম বৃদ্ধির পর এবার টিসিবির চিনি কিনতেও কেজিতে ১০ টাকা বেশি গুণতে হবে।
সকালে রাজধানীর মেরুল বাড্ডায় মে মাসের বিপণন কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিসিবির মূল্য তালিকায় দেখা যায়, এ মাসে আগের মতোই একজন গ্রাহকের জন্য ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা কেজি দরে ২ লিটার সয়াবিন তেল রাখা হয়েছে। তবে কেজিতে ১০ টাকা বাড়িয়ে ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি বরাদ্দ রাখা হয়েছে। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় চিনির দাম বৃদ্ধি পেয়েছে। তেলের দাম পরবর্তীতে কামানো যেতে পারে বলে জানান তিনি।