টিসিবির পণ্য সরাসরি খোলাবাজারে বিক্রির ঘটনা ঘটছে মাঝে-মধ্যেই
- আপডেট সময় : ০২:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সরকারি গুদাম থেকে টিসিবির পণ্য তুলে সরাসরি খোলাবাজারে বিক্রির ঘটনা ঘটছে মাঝে-মধ্যেই। কিন্তু, এসবের বিরুদ্ধে কেবল ডিলারের লাইসেন্স বাতিল ছাড়া তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। এছাড়া, টিসিবির ট্রাক সেলের পণ্য কিনে কালোবাজারে বিক্রির অভিযোগও রয়েছে ।তবে তদারকির অভাবের জন্য,লোকবল সংকটকে দায়ী করছে টিসিবি। তারা বলছে, শুধু লাইসেন্স বাতিলে এসব অপকর্ম বন্ধ হবে না।
স্পট… রাজধানী মৌচাক মোড়। টিসিবির ট্রাক সেলের সামনে বেশ হট্টোগোল। কারণ, বেশকিছু লোক একাধিকবার পণ্য নিয়ে আবার দাঁড়িয়েছে লাইনে। সেই পণ্যগুলোও জমা করেছে পাশের একটি মার্কেটের সিড়িতে। এভাবেই টিসিবির পণ্যে বিক্রি হয় খোলাবাজারে।
নিত্যপণ্যে উর্ধ্বগতির কিছুটা সাশ্রয়ের জন্য অনেকেই ভিড় করেন টিসিবির ট্রাক সেলের সামনে। করোনার সময়ে সে ভিড় বেড়েছে কয়েকগুণ। কাগজের স্লিপে সিরিয়াল নম্বরের ভিত্তিতে চলছে টিসিবির পণ্য দেয়া। কিন্তু সেখানেও বিপত্তি, একই সিরিয়াল নম্বর পাওয়া গেলো কয়েকজনের কাছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি অভিযোগের তীর ভুক্তভোগীদের। তবে বিষয়টি অস্বীকার করছেন তারা।
বেশ সকাল থেকে টিসিবির পণ্যের জন্য খিলগাঁও এলাকায় অপেক্ষা করছেন এখানকার বাসিন্দারা। তবে দুপুর ১টায়ও ট্রাকের খবর নেই।
তবে, দেরি হওয়ার কারণ জানতে চাইলে, সংশ্লিষ্টদের কল দেয়ার পর আসলো ট্রাক। সরকারি গুদাম থেকে টিসিবির পন্য তুলে সরাসরি খোলাবাজারে বিক্রির ঘটনা ঘটছে নিত্য।ওজনেও দেয়া হয় কম। সারাদেশে এসব চক্রের সদস্যদের আটক করা হলেও বন্ধ হয়না তৎপরতা। সম্প্রতি এমন কিছু ঘটনায় বেশকিছু ডিলারের লাইসেন্স বাতিল করেছে টিসিবি।সংস্থাটি বলছে, জনবল সংকটের কারণে, তেমন তদারকি সম্ভব হয় না।
তবে শুধু লাইসেন্স বাতিলকেই যথেষ্ট মনে করছে না টিআইবি। এসব চক্রের সদস্যরা যেন অন্য নামে লাইসেন্স না নেয়, সেটি তদারকির আহবান টিআইবির।